Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষি বিষয়ক সমস্যা

কৃষি বিষয়ক সাধারণ কিছু সমস্যা

১। আমার ধানের আগাছা লাল হয়ে গেছে ?

দু:খিত আপনার প্রশ্নটি সঠিকভাবে বুঝতে পারছি না বলে। সম্ভবত আপনি ধান গাছে আগাছার সমস্যা নিয়ে কিছু জানতে চেয়েছেন। আপনার জন্য জানাচ্ছি যে, আগাছা ধানগাছের সাথে আলো, পানি ও খাদ্য উপাদানের প্রতিযোগিতায় লিপ্ত হয়। আগাছা প্রতিকূল পরিবেশ সহজে খাপ খাইয়ে নিতে পারে এবং ধানগাছের চেয়ে অধিক হারে বাড়তে পারে। এ জন্য ধানের চেয়ে আগাছার বৃদ্ধি অনেক বেশী হয়। ফলে ধান গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং পরিণামে ফলন অনেক কম হয়। তাছাড়া আগাছা পোকা মাকড় ও রোগবালাইয়ের হিসেবে কাজ করে পরোক্ষভাবে ধানের ক্ষতি করে থাকে।
এ বিষয়ে আপনি আরো বিস্তারিত জানতে কৃষি তথ্য সার্ভিস এর ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সরাসরি দেখার জন্য: http://www.ais.gov.bd/bn/home/PublicationDetail/1482.htmlলিংকটি ব্যবহার করতে পারেন।

২। ধান পোকায় নয়ষ্ট করতেছে?

আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
ধান গাছে অনেক রকম পোকা মাকড়ের আক্রমণ দেখা দিতে পারে। বিভিন্ন পোকামাকড় আক্রমণের ফলে ক্ষতির ধরণও বিভিন্ন রকমের হয়। এজন্য সঠিক পোকাটি আগে খুজে বের করা দরকার। তার জন্য প্রয়োজন ক্ষতির নমুনা। অর্থাৎ, পোকার আক্রমণের ফলে গাছের ক্ষতিটি কেমন হচ্ছে তা জানা। পাশাপাশি কোন জাত চাষ করা হয়েছে, গাছের বয়স, বালাইনাশক দেওয়া হয়েছে কিনা ইত্যাদি তথ্য জানা থাকলে সমাধান দিতে সুবিধা হবে।
ধানের বিভিন্ন পোকামাকড় সম্পর্কে জানতে আপনি কৃষি তথ্য সার্ভিস এর ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সরাসরি দেখার জন্য: http://www.ais.gov.bd/bn/home/publication/content-49.html/false/81লিংক ব্যবহার করতে পারেন।

৩। বেগুনে পোকা ধরেছে?

আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
বেগুন গাছে বিভিন্ন রকম পোকার আক্রমণ করে থাকে। সবচেয়ে বেশি আক্রমণ করে বেগুণের ডগা ও ফল ছিদ্রকারী পোকা। তবে এই পোকা ছাড়াও অনেক পোকার আক্রমণ বেগুণে দেখা যায়।
বেগুণ গাছের বিভিন্ন পোকামাকড় সম্পর্কে জানতে আপনি কৃষি তথ্য সার্ভিস এর ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সরাসরি দেখার জন্য: http://www.ais.gov.bd/bn/home/PublicationDetail/632.htmlলিংক ব্যবহার করতে পারেন।

৪। মরিচ গাছ মরে যাচ্ছে?

আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
মরিচ গাছ অনেক কারণেই মরে যেতে পারে। রোগবালাই এর আক্রমণ, সারের অভাব, গোড়ায় পানি জমে যাওয়া ইত্যাদি নানা কারণেই মরিচ গাছ মারা যেতে পারে। তবে এ বিষয়ে লক্ষণ গুলো জানালে কি কারণে মরিচ গাছ মরে যাচ্ছে তা বলা সহজ হবে।
আপনি দয়া করে কৃষি তথ্য সার্ভিস এর ওয়েবসাইট ভিজিট করতে পারেন। http://www.ais.gov.bd/bn/home/publication/content-51.html/false/87লিংকটি ব্যবহার করেও সরাসরি জানতে পারবেন।

৫। মরিচে পোকা ধরেছে?

আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। মরিচে পোকার আক্রমণের চিহ্নগুলো কেমন দয়াকরে জানাবেন। তাহলে সঠিক সমাধান দিতে সুবিধা হবে। কারণ মরিচ গাছে ৫-৬ রকমের পোকার আক্রমণ হয়ে থাকে। তাই প্রথমে কোন পোকার আক্রমণ হয়েছে সেটি জানা দরকার।
আপনি দয়া করে কৃষি তথ্য সার্ভিস এর ওয়েবসাইট ভিজিট করতে পারেন। http://www.ais.gov.bd/bn/home/PublicationDetail/388.htmlলিংকটি ব্যবহার করেও সরাসরি জানতে পারবেন।
 
৬। নারকেল ছোট থাকা অবস্থায় গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে?

আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
প্রাকৃতিক নিয়মেই কিছু ফল গাছ থেকে ঝড়ে যেতে পারে। তবে পরিমানে খুব বেশি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। অবশ্য আপনি আপনার গাছের বয়স, রোগবালাই এর আক্রমণ হয়েছে কিনা অথবা অন্য কোন সমস্যায় আক্রান্ত হয়েছে কিনা তা স্পষ্ট করে লিখেন নাই। যাহোক, পরিমানমতো সুষম সার এবং সেচ দেওয়ার পাশাপাশি গাছে রোগবালাই দেখা দিলে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কৃষি তথ্য সার্ভিস এর ওয়েবসাইটে নারিকেল গাছে সারের পরিমান, সেচ, রোগবালাই ইত্যাদি সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে।
আপনি http://www.ais.gov.bd/bn/home/PublicationDetail/745.htmlলিংকে ক্লিক করে জানতে পারবেন। সেমতে ব্যবস্থা গ্রহণ করে পরবর্তীতে দয়া করে আবার লিখুন। ধন্যবাদ।


৭। মহেশখালীর মিষ্টি পান গাছ মরে যাচ্ছে ?

আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
সাধারণ পান গাছে ছত্রাকজনতি গোড়া পচা রোগ এবং ব্যাকটেরিয়াজনিত পতা পচা রোগের কারণে অনেক পান গাছ মরে যেতে পারে। পাশাপাশি সুষম মাত্রায় সার ব্যবহার এবং অন্যান্য পরিচর্যা নেওয়াটাও জরুরি। কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইটে আপনি এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

এজন্য http://www.ais.gov.bd/bn/home/PublicationDetail/2000.htmlলিংকটি সরাসরি ব্যবহার করতে পারেন।

৮। মুরগি মরে যাচ্ছে ?

এ বিষয়ে আপনি আপনার কাছের উপজেলা প্রাণিসম্পদ অফিস (আগের উপজেলা পশু সম্পদ অফিস) এ যোগাযোগ করুন। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা আপনাকে সঠিক সমাধান দিতে সাহায্য করবে