ফুরামোন পাহাড় থেকে সমস্ত সাপছড়ি ইউনিয়নের সৌন্দর্য্য অবলোকন করা যায়। সাপছড়ি ইউনিয়নের অন্তগর্ত সর্ব্বো উচ্চ পাহাড়ের মধ্যে হচ্ছে ফুরমোন পাহাড়। এখানে একটি রাজবন বিহারের ভাবনা কুঠির রয়েছে। প্রতি বছরে এখানকার ভাবনা কেন্দ্রে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়্ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস